ওষুধ কিনতে এসে ফার্মেসিতেই ছটফট করতে করতে মৃত্যু

রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় একটি ফার্মেসিতে ওষুধ কিনতে এসে সেখানেই ছটফট করতে করতে মারা গেছেন এক ব্যক্তি।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, নিহত ওই ব্যক্তির নাম আব্দুর রশিদ (৪৫)।

জানা গেছে, দুপুরে ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রাস্তায় অবস্থিত বিগ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোরে ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতরেই ছটফট করতে করতে মারা যান তিনি।

পরে ৯৯৯-এ ফোন করে জানানো হলে কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পৌঁছায় ভাটারা থানা পুলিশ।

এ নিয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজুল হক গণমাধ্যমকে জানান, তিনি এই এলাকারই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাজার / এ.এ