সাবেক ওষুধ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম ও আলতাফ হোসেনকে ফের ওষুধ প্রশাসনে চাকরির ওপর নিষেধাজ্ঞার আদেশ বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
রিড ফার্মার ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে ২৮ শিশুর মৃত্যুর ঘটনায় অদক্ষতা ও অযোগ্যতার কারণে তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত এবং ওষুধ প্রশাসনে চাকরিতে নিষেধাজ্ঞা জারি করা হয়।
রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
গত ২৮ জুলাই অদক্ষতা ও অযোগ্যতার কারণে সাময়িক বরখাস্তকৃত তৎকালীন ওষুধ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম ও আলতাফ হোসেনকে ফের ওষুধ প্রশাসনে চাকরির ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। তবে স্বাস্থ্য সচিব ও ওষুধ অধিদফতরের মহাপরিচালক যদি তাদের অন্য কোনো দফতরে পদায়ন করার প্রয়োজন মনে করেন, তবে তা করতে পারবেন বলে আদেশে বলা হয়। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল আবেদন করা হয়।
আজকের বাজার/এমএইচ