পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড আফগানিস্তানের জাহিদ ইলিয়াস আদিল লিমিটেডে কোম্পানির সাথে রপ্তানি চুক্তি সম্পন্ন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সিলকো ফার্মা আগামী ৫ বছরের জন্য ১৩টি ভিন্ন ধরনের ওষুধ আফগানিস্তানে রপ্তানি করবে। চলতি আগস্ট মাস থেকে রপ্তানি প্রক্রিয়া শুরু করবে কোম্পানিটি।
কোম্পানিটি প্রায় ৩ লাখ ৮০ হাজার ডলারের ওষুধ রপ্তানি করবে। প্রথম রপ্তানি মূল্য ২৬ হাজার ৭৮০ হাজার ইউএস ডলার ১৩টি ভিন্ন ওষুধের বিপরীতে।
আফগানিস্তানে ওষুধ রপ্তানির মাধ্যমে কোম্পানির প্রায় ৩০ শতাংশ মুনাফা হবে।