ওসমানিতে চার কেজি স্বর্ণ উদ্ধার

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে সাড়ে চার কেজি ৬০২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার মূল্য প্রায় দুই কোটি টাকা।

শনিবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ থেকে স্বর্ণ গুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর কাস্টমসের তত্ত্বাবধায়ক ফজলুর রহমান।

তিনি বলেন,  বেলা পৌনে ১২টার দিকে উড়োজাহাজটি দুবাই থেকে এসে অবতরণ করলে যাত্রীরা নেমে যাওয়ার পর এতে তল্লাশি চালানো হয়। ২৮/সি নম্বর সিটের নিচে স্কচস্টেপ মোড়ানো অবস্থায় ৪০টি বার পাওয়া গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এমআর/