প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় আসেন সিলেট-৪ আসনের সাংসদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ।
এ সুযোগে প্রতিমন্ত্রীকে খুশি করতে গত বুধবার রাতে তার বাসায় ট্রাকভর্তি বিভিন্ন খাদ্যসামগ্রী পাঠান গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল।
স্থানীয় বেশ কয়েকটি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠে এই ট্রাক দেখে ক্ষুব্ধ হন প্রতিমন্ত্রী ইমরান। সাথে সাথেই তিনি খাদ্যসামগ্রী সমেত ট্রাক ফেরত পাঠান ওসির কাছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি কখনই কোনো উপহার গ্রহণ করি না। সে (ওসি) না জেনেই এগুলো পাঠিয়েছিলে। আমি তা ফিরিয়ে দিয়েছি।
‘আগামীতে কেউ যেন আমার কাছে কোনো উপহার না নিয়ে আসে বিষয়টি স্পষ্ট করতে ওইসব ফেরত পাঠিয়েছি’, বলেন তিনি।
তবে এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল কিছু জানেন না বলে মন্তব্য করেছেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ