কারাগারে থাকা ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বুধবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক শেখ নাজমুল আলমের আদালতে মামলার বাদী সাক্ষ্য দেন। এদিন বাদীর জেরা শেষ না হওয়ায় আগামী ২০ আগস্ট পরবর্তী দিন ঠিক করেছেন আদালত।
এদিন আসামি পক্ষের আইনজীবী ফারুক আহমেদ সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম (শামীম) আবেদনের বিরোধিতা করেন। মামলার একমাত্র আসামি মোয়াজ্জেম হোসেন আদালতে উপস্থিত ছিলেন।
গত ১৬ জুন বিকেলে সুপ্রিমকোর্ট এলাকা থেকে গ্রেফতার হন মোয়াজ্জেম হোসেন। এরপর তিনি শাহবাগ থানা পুলিশের হেফাজতে ছিলেন। পরদিন (১৭ জুন) জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত ২৪ জুন মোয়াজ্জেম হোসেনকে জেল কোড অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দেন আদালত।
চলতি বছরের ১৫ এপ্রিল মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ওই আবেদন গ্রহণ করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের ভার দেন।
আজকের বাজার/এমএইচ