বুবলিকে নিয়ে বারবার আলোচনায় এসেছে শাকিব। কখনো পর্দায় কখনো আবার পর্দার বাইরে। নতুন করে আোচনায় শাকিব-বুবলি জুটি। এই আলোচনায় বিষয় ওড়না। এই জুটির পরবর্তী ছবি ‘চিটাগাংইয়া পোয়া নোায়াখাইল্লা মাইয়া’র একটি পোস্টারই এ আলোচনার জন্ম দিয়েছে।
পোস্টারটিতে দেখা গেছে বুবলির ওড়নায় মুখ লুকিয়েছে শাকিব আর বুবলি উভয়েই। পোস্টারটি ডিজাইন করেছেন কলকাতার অভি মিত্র। তবে কেন তারা মুখ লুকালো ওড়নায়। তার উত্তর জানতে আপনাকে অপেক্ষা করতে হবে ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত।
উত্তম আকাশ পরিচালিত এ ছবির শুটিং হয়েছে ঢাকা ও আশপাশের লোকেশনে। আর গানের দৃশ্যায়ন হয়েছে থাইল্যান্ডে।
আজকের বাজার : আরজেড/আরএম/১৫ ফেব্রুয়ারি ২০১৮