ওয়াইম্যাক্সের লটারি ড্র শুরু

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়া ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড লিমিটেডের লটারির ড্র অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লটারির ড্র অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম. মালেক। অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন সিএফও ইকরামুল ইসলাম, ইস্যু ম্যানেজার এমটিবি ক্যাপিটালের সিইও খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ। এছাড়া ডিএসই, সিএসই, সিডিবিএলসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের ৭৩ গুণ আবেদন জমা পড়েছে। আর প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আবেদন জমা পড়েছে ১০ গুণ।

এর আগে গত ৫ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আইপিও আবেদেন জমা নেওয়া হয়। গত ৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬০৪তম সভায় ওয়াইম্যাক্স ইলেকট্রোডের আইপিও অনুমোদন দেওয়া হয়।

আইপিওতে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার বিক্রি করবে। বাজারে দেড় কোটি শেয়ার বিক্রি করে কোম্পানিটি ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, উত্তোলিত এ অর্থ দিয়ে মুলধনী যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জামাদি, কাঁচামাল ক্রয় ও আইপিও খরচ মেটানো হবে।

৩০ জুন, ২০১৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৩ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয় ১৪ টাকা ৮৭ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।