শনিবার থেকে শুরু হয়েছে চাইনিজ সুপার লিগের (সিএসএল) এবারের মৌসুম। কিন্তু পারিবারিক কারনে সিএসএল’র ক্লাব তিয়ানজিন তেডা ছেড়ে দিয়েছেন জার্মানীর সাবেক তারকা স্ট্রাইকার সান্দ্রো ওয়াগনার। গত বছর জানুয়ারিতে বায়ার্ন মিউনিখ থেকে পাঁচ মিলিয়ন ইউরোতে চায়নার উত্তরপূর্বাঞ্চলীয় ক্লাবটিতে যোগ দিয়েছিলেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। এ পর্যন্ত ২৬ ম্যাচে করেছেন ১২ গোল।
ওয়াগনারের জার্মান সতীর্থ উলি স্টিলাইক তিয়ানজিনের কোচের দায়িত্বে আছেন। ২০১৮ সালে রেলিগেশনের সাথে লড়তে থাকা ক্লাবটি গত মৌসুমে টেবিলের মাঝামাঝিতে থেকে লিগ শেষ করেছিল।
ক্লাব ছাড়ার আগে তিয়ানজিনের সমর্থকদের উদ্দেশ্যে ওয়াগনার লিখেছেন, ‘ক্লাবের ইতিহাসে অন্যতম একটি সেরা মৌসুম আমরা সবাই একসাথে কাটিয়েছি। এই ক্লাবের অংশ হতে পেরে আমি সত্যিই গর্বিত।’
জার্মানী জাতীয় দলের জার্সি গায়ে ওয়াগনার ৮ ম্যাচে করেছেন পাঁচ গোল। তিনি আরো লিখেছেন, ‘পারিবারিক কারনে এখন আমাকে ক্লাব ছাড়তে হচ্ছে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। আশা করছি আমার বিষয়টি সবাই বুঝতে পারবে। ২০২০ সালে আর সকলের সাথে দেখা হলো না, এজন্য ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু ক্লাবটির ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো।’
করোনাভাইরাসের কারনে পাঁচ মাস পিছিয়ে গতকাল থেকে শুরু হয়েছে এবারের সিএসএল মৌসুম। নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচগুলো দর্শকবিহীন স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে। প্রথম ম্যাচে ফ্যাবিও ক্যানাভেরোর বর্তমান চ্যাম্পিয়ন গুয়াংজু এভারগ্রান্ডের মুখোমুখি হয়েছে এফএ কাপ বিজয়ী সাংহাই শেনহুয়া। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান