আজকের বাজার ডেস্ক
সামনে রয়েছে বাংলাদেশ-সাউথ আফ্রিকা তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। ওয়ানডে সিরিজ সামনে রেখে সাউথ আফ্রিকার স্পিনার ইমরান তাহির বলেছেন, বাংলাদেশকে হারানো তাদের জন্য সহজ হবে না।
ইমরান তাহির বলেছেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিজেদের প্রমাণ করেছে। তারা সেমিফাইনালে খেলেছে। তাদেরকে হারানো সহজ হবে না। অন্যসব আন্তর্জাতিক ম্যাচের জন্য আমরা যেভাবে প্রস্তুত নিই এই সিরিজের জন্যও সেভাবেই প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, গত দুই-তিন বছর আমরা যেভাবে ক্রিকেট খেলছি আমাদের তা ধরে রাখতে হবে। আমার কোনও সন্দেহ নেই যে আমরা যেকোনও দলকে হারাতে পারি।
ইমরান তাহির বলেন, আমরা জিততে চাই। অনুশীলনের জন্য আমাদের হাতে সময় আছে। আমরা একটি আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলছি। বিষয়টা এমন না যে আপনি আসলেন, খেলতে নামলেন আর হারিয়ে দিলেন। আমাদের পুরোপুরিভাবে প্রস্তুত হতে হবে।
সাউথ আফ্রিকার বিপক্ষে ইতোমধ্যে দুইটি টেস্ট ম্যাচ খেলে দুইটিতেই হেরেছে বাংলাদেশ। গতকাল ক্রিকেট সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেনের বিপক্ষে ওয়ানডে প্রস্তুতি ম্যাচেও হেরেছে টাইগাররা।