ওয়ানডেতে রোহিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি

কোহলি বিশ্রামে থাকায় ভারতীয় দলের দালের অধিনায়কত্বের ভার পড়েছে রোহিত শর্মার কাঁধে। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে লংকান অধিনায়ক থিসারা পেরেরা।

নিজেদের প্রথম ইনিংসে ওপেনিংয়ে নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে ব্যক্তিগত ২০৮ রানে অপরাজিত একটি ইনিংস খেলেন রোহিত। অধিনায়ক হিসেবে এটি তার সর্বোচ্চ স্কোর।

ওপেনার হিসেবে ডাবল সেঞ্চুরি করে রোহিত শর্মা শচীনদের ক্লাবে ঢুকে পড়েছেন। ক্রিকেটে তার ডাবল সেঞ্চুরি আছে মোট ৭টি। এর মধ্যে ৩টি ডাবল সেঞ্চুরিই ওয়ানডে ক্রিকেটে।

ভারতীয় দলের ওপেনার হিসেবে ৪৫টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। ১৯টি সেঞ্চুরি নিয়ে তালিকার দ্বিতীয় ব্যাটম্যান সৌরভ গাঙ্গুলি। ১৪টি সেঞ্চুরি নিয়ে তালিকার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আছেন ভিরেন্দ্র শেহবাগ। আর ১৪টি সেঞ্চুরি নিয়ে শেহবাগকে ধরে ফেলেছেন রোহিত শর্মা। এরপরেই আছেন শিখর ধাওয়ান। ওপেনার হিসেবে তার সেঞ্চুরি ১১টি।
আজকের বাজার: সালি / ১৩ ডিসেম্বর ২০১৭