ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ২৭তম সেঞ্চুরি করলেন আমলা
প্রকাশিত - জানুয়ারী ২০, ২০১৯ ৪:২৫ পিএম
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। যদিও তার সেঞ্চুরি বৃথা গেছে। পাকিস্তান প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে ৫ উইকেটে।
তবে আমলা ভেঙে দিয়েছেন বিরাট কোহলির রেকর্ড। কোহলি তার ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি করেছিলেন ১৬৯তম ইনিংস। যা ছিল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ইনিংস খেলে ২৭টি সেঞ্চুরি করার নজির। সেটা ভেঙে শনিবার রাতে মাত্র ১৬৭ ইনিংসে ২৭তম সেঞ্চুরি হাঁকান আমলা। আর পেছনে ফেলেন কোহলিকে।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ২৭টি সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার এই উদ্বোধনী ব্যাটসম্যান। ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করাদের তালিকায় হাশিম আমলার সামনে আছেন শচীন টেন্ডুলকার (৪৯টি), বিরাট কোহলি (৩৯টি), রিকি পন্টিং (৩০টি) ও সনাথ জয়সুরিয়া (২৮টি)।