ওয়ানডে সিরিজ দিয়ে টেস্টের ব্যর্থতা ঢাকতে চায় টাইগাররা। সাদা পোশাকের দুঃস্বপ্ন ভুলে রঙ্গিন পোশাকে মুখোমুখির আগে চলছে তার ই অনুশীলন।
মাশরাফি বিন মর্তুজার টিম বাংলাদেশ ওয়ানডেতে অবশ্যই ভালো করবে -এমনটাই আশা দলের ম্যানেজার ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
প্রধান নির্বাচকের ভাষায়, ‘টেস্ট সিরিজ কী হলো সেটা নিয়ে এখন আর ভাবছি না। টেস্ট সিরিজ ভুলে দলের ভাবনা এখন কেবল ওয়ানডে নিয়ে। আমাদের প্রস্তুতি শুরু হয়েছে।’
মিনহাজুল আবেদীন বলেন, ‘আমাদের ওয়ানডে অধিনায়ক চলে এসেছে। চারজন নতুন খেলোয়াড় দলে যোগ দিয়েছে। আমার বিশ্বাস, মাশরাফির নেতৃত্বে ওয়ানডেতে আমরা অবশ্যই ভালো করব।’
সিরিজের প্রথম ওয়ানডে ১৫ অক্টোবর কিম্বার্লিতে। ১৮ অক্টোবর পার্লে দ্বিতীয় ম্যাচ। ২২ অক্টোবর ইস্ট লন্ডনে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ২৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ব্লুমফন্টেইনে। পচেফ্স্ট্রুমে দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ২৯ অক্টোবর।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ।
আজকের বাজার : এমএম / ১০ অক্টোবর ২০১৭