জনপ্রিয় ওয়ান প্লাস ফাইভটি স্মার্টফোনে ৪২ শতাংশ ছাড় দিচ্ছে দেশের প্রথম সারির ই-কমার্স সাইট রবিশপ। স্মার্টফোনটি কেনার ক্ষেত্রে ছয় মাসের ইএমআই সুবিধাসহ বিনামূল্যে হোম ডেলিভারি সুবিধা পাবেন গ্রাহকরা। স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত অফারটি প্রযোজ্য।
ওয়ানপ্লাস ফাইভটিতে রয়েছে কোয়ালকম স্প্যাপড্রাগন ওক্টা-কোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৭.১.১ (নট) অপারেটিং সিস্টেম, ৮জিবি র্যাম, অপটিক অ্যামোলেড টাচস্ক্রিন, ৬.০১ ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন, ১০৮০ ঢ ২১৬০ পিক্সেলের ডিসপ্লে, কর্নিং গোরিলা গ্লাস ফাইভ ডিসপ্লে প্রোটেকশন, ডুয়েল সিম, ৩ হাজার ৩শ’ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ১৬ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।