ওয়ান ব্যাংকের এজিএম বৃহস্পতিবার

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে ওয়ান ব্যাংক লিমিটেড। আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর রমনায় অবস্থিত পুলিশ কনভেনশন হলে ওই সভা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভার রেকর্ড ডেট ছিল ১০ মে।

৩১ ডিসেম্বর, ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদ।

রাসেল/