ওয়ান ব্যাংক লিমিটেডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম কেক কেটে দিনটি উদ্যাপন করেন। এ সময় ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তারাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ওয়ান ব্যাংক ১৯৯৯ সালের ১৪ জুলাই বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংকটি মোট ১০০টি শাখা, ১০২টি এটিএম বুথ, দুটি ব্যাংকিং বুথ এবং ১৮টি কালেকশন বুথের মাধ্যমে সারা দেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।