ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

কমিশনের ৬৫৮ তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

জানা গেছে, বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, সম্পূর্ণ অবসায়নযোগ্য, ফ্লটিং রেট, আনসিকিউর্ড, আনলিস্টেড সাবঅর্ডিনেটেড বন্ড।

বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীগণ এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীগণকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ওয়ান ব্যাংক টায়ার টু এর ক্যাপিটাল বেইজ শক্তিশালী করবে।

বন্ডের ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে এমটিবি ক্যাপিটাল লিমিটেড এবং আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড কাজ করছে।