ওয়ারীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ছবি : ইন্টারনেট

রাজধানীর ওয়ারী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তবে তাঁর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। শুক্রবার ভোরে এ বন্দুকযুদ্ধ হয়।

পুলিশের দাবি, নিহত যুবক ছিনতাইকারী দলের সদস্য।

ওয়ারীর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, জয়কালী মন্দির এলাকায় হোমিও কলেজের পেছনে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন ওই যুবক। এ সময় সেখানে অভিযান চালাতে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই যুবক। পুলিশও পাল্টা গুলি করে। এতে তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ভোর ছয়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে।

আরএম/