রাজধানীর ওয়ারী জয়কালী মন্দির এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাপ্পী (১৪) নামে এক কিশোর মারা গেছে।
মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (৪ জুন) দুপুর এ ঘটনা ঘটে।
নিহত বাপ্পী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গুপিনগর গ্রামের সাহেব আলীর ছেলে।
তার খালু দেলোয়ার হোসেন জানান, জয়কালী মন্দিরের পাশে তার একটি চায়ের দোকান আছে। সেই দোকানেই কাজ করত বাপ্পী। দোকানের পাশের গাছ থেকে বাঁশ দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাপ্পী।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
রাসেল/