ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়ার্টফোর্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করে টপ থ্রিতে উঠে গেলো লিভারপুল।
অ্যানফিল্ডে সালাহর গোল শো দেখেছে ইপিএল দর্শকরা। সালাহ প্রতিপক্ষের জালে ৪ গোল করে রেকর্ড করেন।
ম্যাচের চার মিনিটেই সাদিও মানের অ্যাসিস্ট থেকে ওয়ার্টফোর্ডের জালে বল জড়ান বস আন্তোনিও কন্তের গুড বয় সালাহ। ৪৩,৭৭ ও ৮৫ মিনিটে আরও তিনবার স্কোরশিটে নাম লেখান মিশরীয় অ্যাটাকার। ৪৯ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলেও অ্যাসিস্ট ছিল সালাহরই।
ইপিএলে মিশরীয় কোন ফুটবলারের প্রথম হ্যাটট্রিক করার রেকর্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের হয়ে ৩৬ গোল করেছেন সালাহ। লিভারপুলের হয়ে অভিষেক মৌসুমে এই রেকর্ডও শুধু সালাহরই। ৫-০ গোলে ওয়ার্ডফোর্ডকে হারিয়ে ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ২য় শীর্ষ অবস্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।
আজকের বাজার/আরজেড