ডেভিড ওয়ার্নারকে বিদায় করলেন মোস্তাফিজুর রহমান। সৌম্য সরকারের হাতে ধরা পড়লেন এই অজি ওপেনার। তার ব্যক্তিগত সংগ্রহ ৮ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪৪ রান। বাংলাদেশের দেয়া ৮৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে অজিরা।
চট্টগ্রামে এখন চলছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ। এই ম্যাচের প্রথম ইনিংসেও মোস্তাফিজুর রহমানের শিকার হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১২৩ রান।
ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন ডেভিড ওয়ার্নার। ১১২ রান করেছিলেন তিনি। তারপরও ওই ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া।
আজকের বাজার:এলকে/এলকে/ ৭ সেপ্টেম্বর ২০১৭