বিশ্বে বাংলা‌দেশ এ ক্যাটাগ‌রি‌তে উত্তীর্ণ

ওয়ার্ল্ড সি‌কিউ‌রি‌টিজ ক‌মিশ‌নের তা‌লিকায় বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ এক্স‌চেঞ্জ ক‌মিশণ এ ক্যাটাগ‌রি‌তে উত্তীর্ণ হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন অর্থ মন্ত্রণাল‌য়ের আ‌র্থিক প্র‌তিষ্ঠান বিভা‌গের সি‌নিয়র স‌চিব ইউনুসুর রহমান।

সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান

তি‌নি ব‌লেন, এক‌টি দেশ‌কে এ‌গি‌য়ে নিতে, যে ক‌য়েক‌টি আ‌র্থিক খাত অবদান রা‌খেন তার ম‌ধ্যে সি‌কিউ‌রি‌টিজ এক্স‌চেঞ্জ অন্যতম। এ‌টি‌কে সমৃদ্ধ কর‌তে বি‌নি‌য়োগ সম্প‌র্কে প্র‌তিষ্ঠা‌নিক শিক্ষার আ‌য়োজন করা জরুরী। এছাড়া স্কু‌লের পাঠ্য বই‌য়েও বি‌নি‌য়োগ শিক্ষা অধ্যায় সংযুক্ত করার প্রস্তাব ক‌রেন তিনি।

সবাই যেন জে‌নে বু‌ঝে বি‌নি‌য়োগ ক‌রবার আহবানও জানান ইউনুসুর রহমান।

আজকের বাজার:আরআর/এলকে ২ অক্টোবর ২০১৭