ওয়াসা ভবনে বিদ্যুৎ শ্রমিক লীগের দুগ্রুপের সংঘর্ষ, আহত ১২

জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ-১৯০২) দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছেন।

বুধবার (৬ জুন) মতিঝিলের ওয়াসা ভবনে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের (সিবিএ-১৯০২) সভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে বুধবার (৬ জুন) ওয়াসা ভবনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিত থাকার কথা রয়েছে।

সংগঠনের একটি বিদ্রোহী গ্রুপ বানচালের চেষ্টা করে। এ নিয়ে ওয়াসা ভবনের সামনে দুগ্রুপ মুখোমুখি হলে ব্যাপক সংঘর্ষ হয়। উভয়গ্রুপের ভাঙচুরে ওয়াসা ভবনের ব্যাপক ক্ষতি হয়।

পরে ওই ইফতার মাহফিলের ভেনু পরিবর্তন করে ওয়াসা ভবনের উল্টোদিকে ৯/বি ভবনে আয়োজন করা হয়।

আরজেড/