’সাংবাদিকদের ওয়েজবোর্ডের কোনো প্রয়োজন নেই’ অর্থমন্ত্রীর এমন বক্তব্যের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বিপরীতমুখী বক্তব্য দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সাংবাদিকদের ৯ম ওয়েজবোর্ড এর চেয়ারম্যান নিয়োগসহ ৮০ ভাগ কার্যক্রম শেষ হয়েছে।অর্থমন্ত্রীর বক্তব্যে ওয়েজবোর্ড বাস্তবায়নের পথ বন্ধ হয়ে যায়নি।
বুধবার ৯ আগস্ট দুপুরে মহাসড়কের চারলেনের কাজ পরিদর্শনকালে টাঙ্গাইল রাবনা বাইপাসে সাংবাদিকদের সেতুমন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদুল আযহা সামনে রেখে আগামী ১০ দিনের মধ্যে মহাসড়কে সকল সংস্কার কাজ শেষ করা হবে। যাতে করে ঈদের আগে ও পরে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে। আর তা শেষ না করতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ দ্রুত এগিয়ে চলছে। আমরা প্রত্যাশার তুলনায় এগিয়ে রয়েছি। আশা করা হচ্ছে নির্দিষ্ট সময়েই কাজ শেষ হবে।
এ সময় টাঙ্গাইলের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নূর-ই-আলম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
আজকের বাজার: আরআর/ ০৯ আগস্ট ২০১৭