বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর আইসিটি বিভাগ ডিএসই’র ওয়েবসাইটে উন্নত সংস্করণ চালু করেছে। উন্নত সংস্করণ চালু করতে গিয়ে গত ১৯ ও ২০ আগস্ট ওয়েবসাইটটিতে সাময়িক সমস্যা হয়েছিল। অনাকাংখিত সাময়িক এ সমস্যার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ২৩ আগস্ট লেনদেনের শুরু থেকেই আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এই সমস্যার সমাধান করা হয়েছে৷ বিনিয়োগকারী তথা পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিএসই’র ওয়েবসাইট ব্রাউজ করতে যদি কোন অসুবিধা হয় বা পেজ লোডিং এ যদি কোন সমস্যা হয় বা সময় নেয় তবে ব্রাউসারের ক্যাশ/হিস্ট্রি ক্লিয়ার করলে এ সমস্যার সমাধান হবে৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য ডিএসই’র ওয়েব ব্যানারে ক্লিক করলে জানা যাবে৷