অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বিকেলে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বজেট পেশ করবেন।
এটি হবে অর্থমন্ত্রী হিসেবে তার প্রথম বাজেট। আগামী অর্থবছরের প্রস্তাবিত এ বাজেটের সব ডকুমেন্ট সরকারি বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাবে।
অর্থমন্ত্রী জানান, তার দেয়া এ বাজেট হবে স্মার্ট ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের’।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd বাজেট ডকুমেন্ট পাওয়া যাবে।
এছাড়া www. bangladesh.gov.bd, www.bdpressinform.org, www.nbr-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd এবং www.pmo.gov.bd. এ বাজেট ডকুমেন্ট পাওয়া যাবে। বাংলাদেশ সংবাদ সংস্থার ওয়েবসাইট – www.bssnews.net এ বাজেট ডকুমেন্ট পাওয়া যাবে।
দেশে-বিদেশে যে কোন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ বাজেট ডকুমেন্ট দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন।
এদিকে আগামীকাল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।