ওয়েস্টার্ন মেরিনের পর্ষদ সভার তারিখ পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা হবে।

ডিএসই সূত্রের তথ্যে জানা গেছে এর আগে কোম্পানিটি আগামী ১২ সেপ্টেম্বর পর্ষদ সভা করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কোম্পানিটি অনিবার্য কারণে সভার তারিখ পরিবর্তন করেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জুলাই,২০১৬-মার্চ,২০১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, ওয়েস্টার্ন মেরিন ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

আজকের বাজার:এলকে/এলকে/ ৬ সেপ্টেম্বর ২০১৭