ভারতের পশ্চিমবঙ্গ সরকারের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান শালিমার ওয়ার্কস লিমিটেডের সঙ্গে জাহাজ নির্মাণের জন্য একটি চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই চুক্তির ফলে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ভারতের জাতীয় অভ্যন্তরীণ নদী পথের জন্য জাহাজ নির্মাণে কাজ করবে। এতে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২৬ থেকে ৭৪ শতাংশ হিসাবে অংশিদারিত্ব থাকবে।
এখানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড মূলত প্রযুক্তি বিনিয়োগ করবে। আর পরিকাঠামোগত সাপোর্ট দেবে শালিমার।
আরএম/