ওয়েস্টার্ন মেরিন ও এন.আর.বি ইকুইট এর চুক্তি সই

পুঁজিবাজারে  তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের সাথে এন.আর.বি ইকুইটি ম্যানেজম্যান্ট লিমিটেডের রাইট ইস্যু ম্যানেজম্যান্ট নিয়ে চুক্তি সাক্ষরিত হয়েছে।

সোমবার ১ জানুয়ারি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেড চট্টগ্রাম এর কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন এবং এন.আর.বি ইকুইটি ম্যানেজম্যান্ট এর পক্ষে কোম্পানিটির পরিচালক মো: কামরুল হাসান চুক্তি পত্রে সই করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ওয়েষ্টার্ণ মেরিন এর উপ- ব্যবস্থাপনা পরিচালক মো: আবদুল মবিন প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা জামাল উদ্দিন কোম্পানি সচিব সাহাদাত হোসেন এফ.সি.এ, এফ.সি.এম.এ সিনিয়র জি.এম সেলিমুল কিবরিয়া এবং ডি.জি.এম আবুল মনসুর।

উল্লেখ্য, এ চুক্তির মাধ্যমে এন.আর.বি ইকুইটি ম্যানেজম্যান্ট লিমিটেড ওয়েষ্টার্ণ মেরিনের রাইট শেয়ার ইস্যু ম্যানেজম্যান্টের ইস্যু ম্যনেজার হিসাবে দায়িত্ব পালন করবে।

আজকের বাজার:এসএস/২জানুয়ারি ২০১৮