প্রথম টি-টুয়েন্টির দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে হারালো পাকিস্তান।ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি- টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে পাকিস্তান।
সোমবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান করে পাকিস্তান।উইন্ডিজের হয়ে একটি করে উইকেট নিয়েছেন রায়াদ এমরিত, কেসরিক উইলিয়ামস ও ওডেন স্মিথ।
সেই রান তাড়া করে শুরু থেকেই পথ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১১ ওভারের মধ্যে যখন ৩ উইকেট চলে গেছে, স্কোরকার্ডে ৬০ রানও ওঠেনি। চ্যাডউইক ওয়ালটন, দীনেশ রামদীনরা হারের ব্যবধানই শুধু কমিয়েছেন। শেষ পর্যন্ত ১২৩ রানেই অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ, টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান।
পাকিস্তানের হয়ে ৩ উইকেট পেয়েছেন মোহাম্মদ আমির, তবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বাবর।
আজকের বাজার/আরজেড