সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য শুক্রবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৭ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
টি২০ সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদকে সহঅধিনায়ক করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে। ঢাকার ম্যাচগুলো সন্ধ্যা ৫টায় শুরু হলেও সিলেটের ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।
বাংলাদেশ দল: সাকিব (অধিনায়ক), তামিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সাইফুদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।
আজকের বাজার/এমএইচ