আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে শ্রীলংকা দলের নেতৃত্ব দিবেন দাসুন শানাকা। ক্যারিবীয় সফরের জন্য আজ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের দলও ঘোষনা করে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
লাসিথ মালিঙ্গার স্থলাভিষিক্ত হলেন শানাকা। ২০১৯ সালে অক্টোবরে পাকিস্তানের মাটিতে শানাকার নেতৃত্বে সিরিজ জিতেছিল শ্রীলংকা। তিন ম্যাচের সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলো লংকানরা।
আসন্ন সফরে ওয়ানডে দলের নেতৃত্বে যথারীতি থাকছেন দিমুথ করুনারতেœ।
সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে শ্রীলংকা।
শ্রীলংকা ওয়ানডে এবং টি-টুয়েন্টি দল : দিমুথ করুনারতেœ (ওয়ানডে অধিনায়ক), দাসুন শানাকা (টি-টোয়েন্টি অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দানুস্কা গুনাতিলকা, নিরোশান ডিকবেলা, পাথুম নিশাঙ্কা, ওয়াহিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, নুয়ান প্রদীপ, কামিন্দু মেন্ডিস, বিশ্ব ফার্নান্ডো, লক্ষণ সান্দাকান, দুশমন্থ চামিরা, থিসারা পেরেরা, আশিন বান্দারা, ওশাদা ফার্নান্ডো, দিলশান মধুশঙ্কা, আকিলা ধনঞ্জয়া ও রামেশ মেন্ডিস।