আগামী ১ অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মনিরুজ্জামান লিংকন।
রিট পিটিশন খারিজ আদেশের ফলে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
অক্টোবর-নভেম্বর সেশনের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষার কার্যক্রম স্থগিত চেয়ে গত ২৭ সেপ্টেম্বর রিট আবেদন করা হয়। রিটে ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার নীতিমালা প্রণয়নে আবেদন জানানো হয়েছিল।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ‘এ’ লেভেল পরীক্ষার্থী তামান্না তাবাসসুম কবিরের পক্ষে এডভোকেট মনিরুজ্জামান লিংকন এ রিটটি দায়ের করেন।