কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধবেনা সিপিএম

কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধবে না সিপিএম। গতকাল রোববার ২১জানুয়ারি  পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আগামী বছর ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।  ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনও এ বছর। ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট।

পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়া হবে কি না, সেই প্রশ্ন এবং অন্যান্য ইস্যুতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির তিনদিনের বৈঠক বসে কলকাতায় সিপিএমের রাজ্য কমিটির প্রধান দপ্তরে। এ বৈঠকেই গতকাল ভোটাভুটিতে সিদ্ধান্ত হয়, সিপিএম কোনো নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না। নির্বাচনে এককভাবে লড়বে দলটি।

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি  কংগ্রেসের সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার প্রস্তাব করেন। কিন্তু তাতে রাজি হচ্ছিলেন না সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব। অবশেষে এই প্রস্তাবের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নিতে না পেরে ভোটাভুটি হয়। ভোটে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার পক্ষে ভোট পড়ে ৩১টি আর বিপক্ষে পড়ে ৫৫টি। ফলে কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়ার প্রস্তাব  নাকচ হয়ে যায়। এতে হতাশ হয়ে পড়েন দলের কেন্দ্রীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাই ভোটাভুটির পর ইঙ্গিত দেন, তিনি দলের শীর্ষপদ থেকে সরে যেতে চান।

আজকের বাজার:এসএস/২২জানুয়ারি ২০১৮