ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার এক সোনার দোকানে ককটেল ফাটিয়ে ডাকাতি হয়েছে; এ ঘটনায় তিনটি ককটেলসহ একজনকে আটক করেছে পুলিশ।

কেরানীগঞ্জ থানার এসআই এখলাস উদ্দিন জানান, আটিবাজার এলাকায় রাস্তার পাশে নিলয় জুয়েলার্সে বুধবার ২০ ডিসেম্বর রাত ৮টার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে।

আটক মো. নাসির উদ্দিনের (২৫) বাড়ি বরিশালে বলে পুলিশ জানিয়েছে।

এসআই এখলাস জুয়েলার্সের মালিক মাখনের বরাতে বলেন, রাতে হঠাৎ সংঘবদ্ধ ডাকাতদল কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দোকানে ঢোকে। ডাকাতরা দোকানমালিক মাখন ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি সোনার গয়না লুট করে। তারপর আবার কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে নাসিরকে তিনটি ককটেলসহ আটক করে পুলিশে দেয়।

এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়াসহ তদন্ত চলছে বলে তিনি জানান।

আজকের বাজার: আরআর/ ২১ ডিসেম্বর ২০১৭