মহাকাশ কক্ষপথে নতুন এক স্যাটেলাইট পাঠাতে ব্যর্থ হয়েছে ভারত। যান্ত্রিক ত্রুটির কারণে ইওএস-০৩ নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর কক্ষপথে পৌঁছতে পারেনি। বৃহস্পতিবার (১২ আগস্ট) দেশটির মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) নিশ্চিত করে এ তথ্য।
আইএসআরও জানায়, ক্রায়োজনিক স্টেজে ত্রুটির কারণে কক্ষপথে বসানো যায়নি উপগ্রহটিকে। মহাকাশ থেকে পৃথিবীকে পর্যবেক্ষণের উদ্দেশ্যে পাঠানো হয় স্যাটেলাইট ইওএস-৩। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর পৌনে ছয়টার দিকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় জিএসএলভি রকেটটি।
মিশন পরিচালনাকারী দলের সদস্যরা জানান, প্রথম ও দ্বিতীয় ধাপে স্বাভাবিকই ছিল রকেটের কার্যক্রম। তবে তৃতীয় ধাপে যাবার পর কারিগরি গোলযোগ দেখা দেয় এতে। এ ঘটনার ফলে উচ্ছাসের বদলে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা।
উল্লেখ্য, চলতি বছর ভারতের দ্বিতীয় মহাকাশ অভিযান ছিল এটি। ঝড়, বন্যা, সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার উদ্দেশ্যে পাঠানো হয়েছিলো স্যাটেলাইটটি। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান