জেলার কুতুবদিয়া উপজেলায় আজ বজ্রপাতের পৃথক ঘটনায় দুইব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর দু’টার দিকে উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর এলাকায় এবং কুতুবদিয়া চ্যানেলে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের পুত্র সাহাব উদ্দিন (৫৫) এবং পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের পুত্র সাহাব উদ্দিন (৪৫)।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, শুক্রবার দুপুর দু’টার দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর লবণের বোটে লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন শ্রমিকরা। এসময় শ্রমিক সাহাব উদ্দিন (৫৫) গুরুতর আহত হন। অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরও জানান, শুক্রবার একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনকালে বজ্রপাতে শ্রমিক সাহাব উদ্দিন (৪৫) নিহত হন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান