কক্সবাজারের রামুতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রাম শহরের আতুরারদীঘি এলাকার জানে আলম (৩৫), হালিশহর এলাকার মাসুদ কিবরিয়া (৪০) ও পশ্চিম নাসিরাবাদ এলাকার জামাল উদ্দিন (৩৫)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, কক্সবাজার থেকে ঢাকামুখী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস ও চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আলম ও কিবরিয়া ঘটনাস্থলেই নিহত হন। আর জামালকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাসটি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি বলেন, শ্যামলী পরিবহনের চালক পালিয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নেন তারা। এসময় প্রাইভেটকারের ছাদ কেটে ভিতর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করেন তারা।

আজকের বাজার/এমএইচ