কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে।
সূত্র জানায়, কক্সবাজারের বাসায় অবস্থানকালে গত কয়েক দিন ধরে সাবেক সাংসদ বদি এবং তার স্ত্রী সংসদ সদস্য শাহিন আকতারের শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেয়।
প্রথমে শাহিন আক্তারের নমুনা পরীক্ষা করা হয়। তবে তার করোনা নেগেটিভ আসলেও শরীরে টাইফয়েড ধরা পড়েছে।
সাবেক সাংসদ বদি বর্তমানে কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে আছেন বলে তার প্রেস সচিব হেলাল উদ্দিন জানিয়েছেন।
এদিকে, দেশে নতুন করে আরও তিন হাজার ২৪৩ জনের শরীরে মহামারি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৪৫ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: সাবেক মন্ত্রী মোশাররফ করোনায় আক্রান্ত
তার দেয়া তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। সেই সাথে মারা গেছেন মোট এক হাজার ৩৮৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে পুরুষ ৩২ এবং নারী ১৩ জন। মোট আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৭৮১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৪৫ জন।
সূত্র - ইউএনবি