কক্সবাজার বেড়াতে এসে ইয়াবা সেবন করে ঢাকার দুই বিশ্ববিদ্যালয় ছাত্র মারা গেছেন। তারা হলেন আবির রহমান রুমি(২৪)ও মোহাম্মদ আরেফিন(২৫)। তাদের মধ্যে একজন রবিবার কক্সবাজারে এবং আরেকজন সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ জানায় যে রুমি, আরেফিন, মুনতাসির তাহামিদ নিসর্গ ও আরেক যুবক গত শুক্রবার কক্সবাজারে বেড়াতে আসেন। তারা শনিবার সাগরপাড়ের একটি হোটেলে ইয়াবা সেবনের পর অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান। সদর থানার পরিদর্শক(অপারেশন)মাসুম খান বলেন, হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে মাদক সেবনের কারণে চার ছাত্র অসুস্থ হয়ে পড়েছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহজাহান কবির বলেন,‘দুই ছাত্র গত দুই দিনে মারা গেছেন। তারা কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।’ তিনি জানান, রবিবার দুপুরে রুমি কক্সবাজার হাসপাতালে মারা যান। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরেফিনও মারা যান। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান