কক্সবাজার সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় বৃহস্পতিবার সকালে এক কণ্ঠশিল্পীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত দল।
এ সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা আরও দুই যাত্রীকে আহত ও দুই ব্যক্তিকে অপহরণ করা হয়।
নিহত জনি দে রাজ (১৮) সদর উপজেলার ঈদগড়ের চরপাড়া এলাকার তপন দে’র ছেলে।
ইদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে হিমছড়ি ঢালায় অটোরিকশার যাত্রীরা ডাকাতির শিকার হন। এ সময় ডাকাতদের কুড়ালের কোপে কণ্ঠশিল্পী জনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈদগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।