কক্সবাজারের টেকনাফে গর্তের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুন) সকালে উপজেলার হ্নীলা হোয়াব্রাংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ আমিন (৭)। আমিন একই এলাকার আবুল কাশিমের ছেলে।
জানা যায়, সকাল ১০টার পর হতে টেকনাফ উপজেলার হ্নীলা হোয়াব্রাংয়ের আবুল কাশিমের পুত্র ও ঈমাম আবু হানিফা (রাঃ) নুরানী মাদ্রাসা ছাত্র মোঃ আমিন (৭) প্রতিদিনের ন্যায় আঙ্গিনায় খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। বাদে জোহর হতে আমিনকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে বের হয় মা-বাবা ও ভাই-বোনেরা। দীর্ঘক্ষণ খোঁজার পর বাড়ির পাশে সৃষ্ট গর্তে জমানোর বৃষ্টির পানিতে তার ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিলে শোর-গোলের সৃষ্টি হয়।
আবুল কাশিমের ৩ মেয়ে ও ৬ ভাইয়ের মধ্যে নিহত আমিন সবার ছোট। যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে বাদে মাগরিব তাকে স্থানীয় গোরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
আজকের বাজার/একেএ