কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৭শ ১৬ কেজি চোরাই কারেন্ট জালসহ একটি পিকআপ জব্দ করেছে বিজিবি।
শনিবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বাহারছড়া শীলখালী অস্থায়ী চেকপোস্টের মাঠ পাড়া সড়কে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
জানা যায়, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের বাহারছড়া শীলখালী অস্থায়ী চেকপোস্টের হাবিলদার মো. বাচ্চু মৃধা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল নিয়ে মাঠ পাড়া সড়কে অবস্থান নেন। গাড়ি কাছাকাছি আসলে থামানোর সংকেত দেওয়া মাত্র চালক গাড়ি ফেলে গ্রামের ভেতর হয়ে পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।
পরে পিকআপটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালিয়ে চোরাই পথে আসা ৬৮ লাখ ১২ হাজার টাকা মূল্যমানের কারেন্ট জালসহ ১৮ লাখ টাকা দামের পিকআপটি জব্দ করা হয়।
এই ব্যাপারে আইনী প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত কারেন্ট জাল ও মিনি পিকআপটি টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।