কক্সবাজারে চোলাই মদসহ গ্রেফতার ২

কক্সবাজারের চকরিয়ায় চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দেশীয় তৈরি বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার ভরামুহুরীস্থ হিন্দুপাড়া এলাকার মৃত নিরঞ্জন করের ছেলে বিমল কর (৪৫) ও তার ছোট ভাই কমল করের স্ত্রী পান্না কর (৩০)।

শনিবার (১৯ মে) দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ভরামুহুরীস্থ হিন্দুপাড়ায় অভিযান চালিয়ে এ সব চোলাই মদ জব্দ করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাজার/একেএ