কক্সবাজারে ট্রলারডুবি:নিখোঁজ ৮০

কক্সবাজারে নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগরে ডুবে গেছে ছয়টি মাছ ধরার ট্রলার। নিখোঁজ রয়েছেন অন্তত ৮০ জন জেলে। উদ্ধার হয়েছে একজন জেলের লাশ। এদিকে প্রবল বর্ষণ ও জোয়ারে প্লাবিত হয়েছে অন্তত ২০টি গ্রাম। ঝড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়েছে শতাধিক বসতবাড়ি।

১৩ জুন মঙ্গলবার সোনাদিয়া পয়েন্ট থেকে ওই জেলের লাশ উদ্ধার করা হয়। তবে তার নাম জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুই দিন ধরে গ্রামগুলো প্লাবিত হয়ে আছে। সেন্টমার্টিনে বিধ্বস্ত হয়েছে অন্তত ৩০টি বসতবাড়ি। পর্যটন জেটির ওপর দিয়ে ঢেউয়ের আঘাত উপচে পড়ছে। ডুবে গেছে দ্বীপের নিম্নাঞ্চল ।

জেলা বোট মালিক সমিতির সংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, ছয়টি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। ‘মায়ের দোয়া’ ট্রলারের দুজন নিখোঁজ ছিলো। এদের একজনের লাশ আজ ১৪ জুন সকালে সোনাদিয়া পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে। অন্য পাঁচটি ট্রলারের কোনো খবর পাওয়া যায়নি। এসব ট্রলারের অন্তত ৮০ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

স্থানীয় আবহাওয়া অফিস থেকে জানা যায়, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল আছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌ যানকে উপকূলের কাছাকাছি নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৪ জুন ২০১৭