কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের অদূরে ঝড়ো বাতাসের কবলে পড়ে ১৫ জেলে নিয়ে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় জীবিত উদ্ধার করা হয় ১২ জেলেকে। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৩ জেলে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন-চকরিয়া উপজেলার মালুমঘাট ডুমখালীর মো. আব্দুল নোমান, একই এলাকার মো. সাইফুল ইমলাম, কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত বশির আহমদের ছেলে নুরুল ইসলাম, চকরিয়ার শাহাব উদ্দিনের ছেলে নুর আলম ও মহেশখালীর ছৈয়দুল্লাহর ছেলে নাছির।
উদ্ধার হওয়া ও নিখোঁজদের সবাই কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া, চকরিয়া ও মহেশখালী উপজেলার বাসিন্দা। কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত) ইমরান জাহিদ খান জানান, সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের প্রায় ৩/৪ কিলোমিটার অদূরে বঙ্গোপসাগরের মাঝামাঝি স্থানে এই ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে।
ট্যুরিস্ট পুলিশের অ্যাডিশনাল এসপি মো. মহিউদ্দিন আহমেদ জানান, উদ্ধার হওয়া জেলেদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান