কক্সবাজারের উখিয়ার পালংখালীর গহীন পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও বেশকিছু সরঞ্জামসহ অস্ত্র তৈরির দুই কারিগরকে আটক করেছে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন- মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। তারা অস্ত্র তৈরির কারিগর। দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে সরবরাহ করে আসছিল।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, শুক্রবার বিকেলে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ি অবস্থান করছে, এমন খবরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে তাদেরকে আটক করা হয়।
পরে তাদের অবস্থান নেয়া একটি কুড়ে ঘর থেকে দেশিয় তৈরি ২টি বন্দুক, দুই রাইন্ড গুলি ও বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।
তিনি বলেন, আটককৃতরা মহেশখালী থেকে এসে পালংখালীর গহীন পাহাড়ী এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করতো। তারা দীর্ঘদিন ধরে এ অস্ত্র তৈরির কাজ চালিয়ে আসছিল বলে জানা গেছে।