কক্সবাজার শহরের কাটা পাহাড় এলাকা থেকে সোমবার দুপুরে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ২টি এলজি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ দু’টি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া না গেলেও তারা দুজনেই মাদক ব্যবসায়ী হতে পারেন।’
তবে কীভাবে তারা হত্যার শিকার হয়েছেন তা জানাতে পারেননি ওসি।
আজকের বাজার/এমএইচ