কক্সবাজার শহর ও রামুতে পাহাড় ধসে একই পরিবারের চার শিশুসহ মোট পাঁচ শিশু নিহত হয়েছে। বুধবার (২৫ জুলই)সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার সকাল সোয়া ৬টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের চার শিশু নিহত হয়েছে।
নিহতরা হলো- রুমালিয়ারছরা বাঁচামিয়াঘোনা এলাকার জামাল হোসেনের মেয়ে মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০), আবুল খায়ের (৮) ও খাইরুল (৬)।
নিহতদের মামা খোরশেদুল আলম জানান, ভোরে উঠে নিহতদের মা বাড়ির বাইরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বাড়ির পাশের পাহাড় ধসে ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত চার শিশু মাটির নিচে চাপা পড়লে মা চিৎকার করায় আশপাশের লোকজন এগিয়ে আসে। তাৎক্ষণিক স্থানীয় মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে মানুষ ডাকা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা যায়।
এদিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের প্যাঁচারঘোনা এলাকায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে মোর্শেদ আলম (৬) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোর্শেদ ওই এলাকার জাফর আলমের ছেলে।
সদর হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আপন হোসেন মানিক জানান, ভোরে ওই বাড়িটির ওপর পাহাড় ধসে পড়লে ৩ জন চাপা পড়ে। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মোর্শেদকে মৃত ঘোষণা করেন।