কক্সবাজারে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১০ জুন) সকালে জেলা সদরের ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালী বৈদ্যপাড়া জামে মসজিদের পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
নিহতের নাম মাইনুল কবির (১০)। মাইনুল কবির ইসলামাবাদের পূর্ব বোয়ালখালী ৫ নং ওয়ার্ডের বৈদ্যপাড়া গ্রামের নুরুল কবিরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা থেকে মাইনুল কবির নিখোঁজ হয়। তাকে সব জায়গায় খুঁজেও পাওয়া যায়নি। রোববার সকালে মসজিদের পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহটি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, শনিবার সন্ধ্যায় সবার অজান্তে বাড়ির পাশের মসজিদের পুকুরে সে পড়ে যায়।
ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অনাকাঙ্ক্ষিত মৃত্যুটি পরিবার ও এলাকায় শোকের ছায়া ফেলেছে।
আজকের বাজার/একেএ